যেভাবে ফেসবুক পেজ ভেরিফাই করবেন ॥
Bangla facebook tips and tricks: আমরা যদি সহজ ভাষায় বলি ফেসবুক পেজের গুরুত্ব কতটুকু।মার্কেটে নিজের অস্তিত্ব বা কোন ব্যবসাকে প্রতিষ্ঠানকে প্রচার সমৃদ্ধির সাইড ও বলা যেতে পারে।আর ফেসবুক পেজের ভেরিফিকেশন যদি আপনার করা থাকে তাহলে সহজে আপনাকে খুজে বের করা সহজ হয়।
Bangla facebook tips and tricks: আর যদি আপনার কোন ফেসবুক পেজ থাকে যেটা সবার কাছে জন প্রিয় সেটিকে অন্য কেউ follow করে আপনার নাম বা কোন প্রতিষ্ঠান নাম ব্যবহার করে চালাতে পারে।তাই ভেরিফাইড পেজ ক্রেতাকে সঠিক পেজটি খুজে বের করতে সহায়তা করে।
যেভাবে ফেসবুক পেজ ভেরিফাই করবেন
১। আপনি যে ফেসবুক পেজটি ভেরিফাইড করতে চান প্রথমে সেই পেজ এ প্রবেশ করুন।
২।তারপর পেজ এর মেনু বারের উপরে Setting অপশানে ক্লিক করুন।
৩।তারপর দেখতে পাবেন বাম পাশে General মেনু নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করুন।
৪।এর পর Verify this Page নামে যে অপশান আছে সেখানে ক্লিক করুন।
৫।Call me Now বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিন।
৬।এবং ভেরিফিকেশন কোডটি আপনার পেজ এ দিন বা সেট করুন।
৭।আপনি চাইলে আপার প্রয়োজনী কাগজ পত্র দিয়ে ভেরিফিকেশন করতে পারেন।
আর বিশেষ করে এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে ফেসবুকের অফিসিয়াল হেল্প লাইনে বিস্তারিত দেয়া আছে।
এবার জেনে নেয়া যাক যে সকল পেজ যাচাইয়ের জন্য যোগ্য। Bangla facebook tips and tricks.
১।পরিচিত বা বিখ্যাত ব্যক্তি।
২। মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ব্যক্তিত্ব, ক্রীড়া বা সংগীত ব্যক্তিত্ব।
৩।ব্যবসায়ী মাঝে হল, গ্লোবাল ব্র্যান্ড।
৪।সরকারি কর্মকর্তা
আপনার ফেসবুক পাতা যাচাই করতে যে কাগজ প্রয়োজন। Bangla facebook tips and tricks.
1) জন্ম সনদ কপি।
2) পাসপোর্ট এর কপি।
3) ড্রাইভার লাইসেন্স এর কপি।
যে কাজ গুলো আপনার কমপ্লিট থাকতে হবে। Bangla facebook tips and tricks.
১। আপনার পেজ এর “About” কমপ্লিট থাকতে হবে।
২।এবং আপনর যে কোন Official website যোগ করে রাখতে হবে।
0 মন্তব্যসমূহ